যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে অভিভাবক সদস্য নির্বাচনে জয় পেয়েছেন আছাদুজ্জামান, বাচ্চু মিয়া ও নাজমুল আল-মামুন। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৩৯০, ৩৫৮ ও ৩৪৯টি। অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো কামরুজ্জামান ৩৪২ ও নজরুল ইসলাম ২৬৬টি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ভোটে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । এদিন প্রধান নির্বাচন কমিশনার কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন রাত ৯টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন।। নির্বাচনে ১০২৫ জন ভোটারের মধ্যে ৬৫৪জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কলেজ সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কলেজ পরিচালনা পর্ষদ (গভনিং বডি) নির্বাচনের লক্ষ্যে পহেলা জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ভোটার আপত্তি ও সংশোধন শেষে ১৭জুন মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। এতে ৯জন আভিভাবক সদস্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। ২৫জুন প্রত্যাহারের শেষ দিনে ৪জন সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করলে নির্বাচনে ৫জন সদস্য প্রতিদ্বন্দ্বিতায় টিকে
থাকেন। ১৫সদস্যের পূর্নাঙ্গ গভনিং বডির সদস্যরা হলেন নির্বাচিত তিনজন অভিভাবক সদস্য,প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য (ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব), তিন বিদ্যোৎসাহী সদস্য, হিতৈষী সদস্য, ডাক্তার সদস্য, তিন শিক্ষক প্রতিনিধি, সচিব (কলেজের অধ্যক্ষ) ও সভাপতি।
প্রধান নির্বাচন কমিশনার কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন এর সাথে অভিভাবক সদস্য নির্বাচনে অন্য দুই কমিশনার ছিলেন, জয়নাল আবেদিন ও মাসুদ আলম টিপু।