পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতায় রাজশাহীর বাঘা উপজেলায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় বাঘা উপজেলার শরিফাবাদ মহাবিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি ছিলেন শরিফাবাদ মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজির উদ্দিন জর্জ, পলিমাটি’র উপদেষ্টা আলিফ মাহমুদ ও সভাপতি উজ্জ্বল আলী।
এছাড়া পলিমাটির সদস্য, রিশিতা, সাইফ, মাহিম, ফারিয়া, সুরাইয়া, কোহিনুর, মৃদুলা, শ্রদ্ধা, রাফা, ছোঁয়া, মাধুর্য, শান্ত, নাহিদ, রিমন, নাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি শরিফাবাদ মহাবিদ্যালয় এর ২০০ জন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মাঝে মেহেগনি, পেয়ারা, নিম, ডালিম, আমড়া, কাঁঠাল, লেবুসহ অন্যান্য গাছ বিতরণ করা হয়।