• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের জন্য এইচটিআইয়ের ফ্রি ডেন্টাল ক্যাম্প

ডেস্ক রিপোর্ট / ২৫৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) এই ফ্রি ডেন্টাল ক্যাম্প এর আয়োজন করে।
সোমবার ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি ডেন্টাল ক্যাম্পে শিক্ষার্থীদের দন্ত চিকিৎসা সেবা এবং পরামর্শ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি  ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি  ছিলেন জেলা পরিষদ, রাজশাহী’র উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না খাতুন, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, প্রমুখ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল ইউনিট এর ডেন্টিস্ট মালিহা ফারজানা রিশিতা, বিডিএস এর নেতৃত্বে এইচটিআই এর সভাপতি ও রেজিস্টার্ড নার্স, বিএনএমসি, মো: নাহিদ হোসেন, নার্সিং শিক্ষার্থী সাইফ, মাহিম, এনামুল, হিমেল, সুরাইয়া, কোহিনুর, ফারিয়া ও মিডওয়াইফারি শিক্ষার্থী আকলিমা এর সার্বিক সহযোগিতায় তিন শতাধিক  শিক্ষার্থীকে ডেন্টাল চেক আপ, ব্রাশ করার নিয়ম এবং দাঁত এর স্বাস্থ্য সচেতনতা বিষযে পরামর্শ প্রদান করা হয়। ডেন্টাল চেক আপ শেষে শিক্ষার্থীদের মধ্যে ফ্রি ব্রাশ ও টুথপেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...