যশোরের মণিরামপুরে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নেহালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত সরদার।
মানব পাচারের ধরন ও কৌশল, পাচারের ঝুঁকিপূর্ন এলাকা চিহ্নিত করা ও প্রতিরোধে কৌশল নির্ধারন সহ মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা এবং সেবাপ্রাপ্তিতে করনীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল । সভা সঞ্চালনা করেন মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মি সদস্য খন্দকার মোঃ এখলাস হোসেন।
সভায় নেহালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, রূপান্তরের আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডলসহ নেহালপুর ইউনিয়নের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নেহালপুর ইউনিয়ন পরিষদে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে একটি তথ্য কর্নার উদ্বোধন করা হয়। এই কর্নারের দায়িত্ব পালন করবেন নেহালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।
উল্লেখ্য সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল যশোরে মানব পাচার প্রতিরোধে আশ্বাস প্রকল্প বাস্তবায়ন করছে।