• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে অভয়নগরে নারী সমাবেশ অনুষ্ঠিত 

ডেস্ক রিপোর্ট / ৪৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

তারুণ্য নির্ভর উন্নত সমাজ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে  যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে অভয়নগরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সোমবার বিকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের গাইদগাছী গ্রামে  নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মো: মাহফুজুল হোসেন। যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জনাব এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার  মো: রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলার নারী উদ্যোক্তা  ফারজানা আফরোজ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তারুণ্যের শক্তি,ঐক্য ও সম্ভাবনা, সরকারের নীতি,আদর্শ ও সংস্কার কার্যক্রম,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ,বাল্যবিবাহ প্রতিরোধ , ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার রোধ,গুজব ও অপপ্রচার রোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যব্যবহার প্রভৃতি বিষয়ে আলোচনা করেন সমাবেশে   দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...