যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে ঝিকরগাছায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হাজিরবাগ ইউনিয়নের বাঁকড়া হাজীরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারুণ্য নির্ভর উন্নত সমাজ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় যশোর জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।।
যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিমের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার জনাব মো: মাহফুজুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান, ঝিকরগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, বাঁকড়া হাজীরবাগ আইডিয়াল গার্লস স্কুলের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তারুণ্যের শক্তি,ঐক্য ও সম্ভাবনা, সরকারের নীতি,আদর্শ ও সংস্কার কার্যক্রম,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ,বাল্যবিবাহ প্রতিরোধ,ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার রোধ,গুজব ও অপপ্রচার রোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যব্যবহার প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। সমাবেশে দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।