• রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

ঘরে বসে থাকা মানে ধানের শীষের সাথে প্রতারণা – টিএস আইয়ুব 

বাঘারপাড় প্রতিনিধি / ৯১ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য যশোর -৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেছেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  বাংলাদেশের রাজনীতিতে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা তখনকার রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। এ সময় তিনি আরো বলেন,  আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। সবার চোখ খোলা রাখতে হবে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন ফেসবুক যারা চালান। তারা সর্তক থাকবেন।যেখানে বিএনপির কথা লেখা থাকবে। সেখানে লাইক কমেন্ট শেয়ার করে সমর্থন করতে হবে। বিপক্ষে কেউ কিছু লিখলে বা বললে প্রতিহত করতে হবে। আমাদের ঘরে বসে থাকার সময় নাই। বসে থাকলে আমার নেতার সাথে ধানের শীষের সাথে প্রতারনা করা হবে। শুক্রবার বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির সিদ্দিকী বাচ্চু, ঢাকা মহনগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক ও সহকারী এ্যার্টনি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল আল মামুন শের, প্রচার সম্পাদক আবু হুরায়রা আশা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি নেতা হাফিজুর রহমান, গোলাম মোস্তফা শিকদার, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ,সদস্য সচিব বাবুল হাসান, যুবদল নেতা সেলিম রেজা , উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক লাভলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মসিউল আযম, সাধারণ সম্পাদক আব্দুলমানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, জামদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ রহমান, সাবেক ছাত্রদল নেতা নেতা মেফতাহ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে মিছিল বের হয়। এ মিছিল ব্র্যাক মোড়স্থ বিএনপি অস্থায়ী দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...