• রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

যশোরে নাগরিক সেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়দ্যুতি সংবাদ / ২৮৭ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সরকারি বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইনে ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগানে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ। তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণে আজ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড আবদুল্লাহ আল ফাহিম। বিশেষ অতিথি ছিলেন এটুআইয়ের কনসালটেন্ট এডমিন মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে যশোর সদর উপজেলার সকল ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি  এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড আবদুল্লাহ আল ফাহিম বলেন,  নাগরিকের জন্য তৃণমূল পর্যায়ে সরকারি সেবাসমূহ আরও সহজলভ্য করে তুলতে সরকারের অনবদ্য উদ্যোগ নাগরিক সেবা কেন্দ্র। এটি সরকার ও জনগণের মধ্যে সেবার সেতুবন্ধন। স্থানীয় উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত এই সেবা কেন্দ্র যেমন নাগরিকদের জন্য সরকারি সেবা সহজলভ্য করবে, তেমনি দেশের যুবসমাজ, বিশেষ করে নারীদের  অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলবে।

মতবিনিময় শেষে এটুআইয়ের প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড আবদুল্লাহ আল ফাহিম ও কনসালটেন্ট এডমিন মোঃ লুৎফর রহমান নওয়াপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

এর আগে এটুআই কর্মকর্তাগণ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভিন্ন সেবাগ্রহীতাদের সাথে তারা কথা বলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...