হাঁটি হাঁটি পা পা করে চার বছরে পদার্পন করেছে ব্লাড বাংলাদেশ। অক্টোবর মাসে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী সাড়ম্বরে পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি মুন্সী মেহেরুল্লাহ স্টেশন সংলগ্ন আখ সেন্টার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ হাসান সাব্বির। সাধারণ সম্পাদক ফারহান আনজুম অনিকের সঞ্চালনায় সদস্যরা আলোচনায় অংশ নেন। সভায় বক্তারা বলেন, ৩১ সদস্যের কমিটিতে সদস্য সংখ্যা পাঁচ হাজার দাড়িয়েছে। এখন পর্যন্ত ২০টি ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে দশ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে। পাশপাশি ৭ হাজার রোগীর রক্ত সংগ্রহ করেছে তারা। এছাড়া প্রতি বছর শীত মৌসুমে কম্বল বিতরণ, বৃক্ষরোপন, ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে আসছে ব্লাড বাংলাদেশ।
উপস্থিত সকলের সম্মতিতে সিদ্ধান্ত মোতাবেক আগামী অক্টোবর মাসে বৃহত্তর পরিসরে ব্লাড বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে।