অল-ইউনিভার্সিটির স্টুডেন্ট এসোসিয়েশন কেশবপুর, যশোর এবং কেশবপুরের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ২শত পরিবারের মধ্য ওই ত্রাণ বিতরণ করেছেন। এই সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনাছ, সমন্বয়ক ইমন প্রমূখ।
আয়োজকদের মধ্য আনাছ ও ইমন বলেন প্রতিটা প্যাকেটে ৫০০গ্রাম তেল, ২.৫ কেজি চাল,৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম পিয়াজ, ৫০০ গ্রাম আলু। ২শত পরিবারের মাঝে বিতরণ করেছি।