• সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

আঁধার পেরোনোর প্রত্যয়ে যশোরে কালবেলা’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

জয়দ্যুতি ডেস্ক / ১৯০ বার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

যশোরে উৎসব মূখর পরিবেশ আর নানা আয়োজনে উদযাপিত হয়েছে  জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ অনুষ্ঠান।  রোববার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের মিলনায়তনে প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ।

প্রধান অতিথির বক্তৃতায় অ্যাঞ্জেলা গোমেজ বলেন, সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছে কালবেলা। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে স্বোচ্চার দৈনিক কালবেলা।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাজেদুর রহমান বকুল, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি তৌহিদ মনি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ। যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও সমাজের কথা বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলনের অনুষ্ঠান পরিচালনায় স্বাগতিক বক্তব্য রাখেন কালবেলা পত্রিকার যশোর প্রতিনিধি ইমরান হোসেন পিংকু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...